গুরু মহাশয়
.jpg)
ভালবাসি কৃষ্ণচূড়া লাল ফুল
মোঃ আরিফ হোসেন
একজন মানুষের খোঁজ করছি যে আমাকে ভালবাসে। কিন্তু এমন কাউকে আজ পর্যন্ত পাইনি।যে আমাকে ভালবাসে সে নাকি মরে গেছে অনেক আগে, তারপরও খোঁজ করছি যদি পাওয়া যায়!
তুমি ( কোন একজন) যদি আমাকে আমাকে ভালবাস সামনে এসো!সামনে এসে রুখে দাঁড়াও, বল, ভালবাসি!জানি তুমি আসবেনা, তোমার সে সাহস নেই! তাহলে তুমি কি ভালবাস? এ ভালবাসার মূল্য নেই! যদি ভালবাস মন দিয়ে বাসবে না হয় পাগল হয়ে যাবে!
তোমাকে কতবার বলেছি, ভালবাসলে মন দিয়ে বাসতে হয়! তুমি শুননি! এ ভালবাসার নিকুচি করি!
এবার অন্য একজনের কথা বলি । সে ভালবাসত অনেক আগে! ভাল বাসতে বাসতে পাগল হয়ে যেত! বলত, আমি কি করমু? আসলে ভাল একটুও বাসতনা করত ঘৃণা! এ ভালবাসার নিন্দা জানাই! শুনেছি সে সারারাত একজন নিয়ে মেতে থাকে! তার মৃত্যু হোক!
ভালবাসতে মন লাগে আগে আমি জানতামনা! জেনেছি একজনের কাছে! কারন তাকে আমি ভালবাসতাম! আজ তার জন্মদিন, তাকে আমি কি ফুল পাঠাব? গোলাপ ফুল? গোলাপ ফুল পাঠাই কি করে, সে তো আমায় ভালবাসেনি! তাহলে?তাকে ঝরা ফুলের কাঁটা পাঠাই, ঝরা ফুলের কাঁটা দেখে যদি সে কিছু শেখে!
ভালবাসার গল্প বললে আরও একজনের কথা বলতে হয়! সে থাকে অনেক দূরে, এত দূরে তাকে দেখা যায়না, ছোঁয়া যায়না! তার কথা বলে কি হবে? তার কথা আজ থাক, পারলে আরেকদিন বলব!
ভালবাসার গল্প বললে অনেক কথাই বলতে হয়! একজন ভালবাসত, নদীর পাড়ে, একজন গঙ্গার পাড়ে, একজন সীমানার অদূরে! তারা কেউই ভালবাসেনি! করেছে ছলনা! এ ছলনার কি হবে? ছুলনা' ছলনা দিয়ে মুছে দিতে হয়! "হে আমার ছলনা, তুমি চিরতরে ছলনা হয়ে যাও!"
ভালবাসা একটি রংতুলি, যা কখনও তোমার ছবি আঁকবেনা আঁকবে তোমার শখার ছবি! শখার ছবি দিয়ে কি হবে? পারলে তোমার নিজের ছবি আঁকার চেষ্টা কর!
ভালবাসা তুমি কত রঙে এলে! কখনও লাল, কখনও হলুদ, কখনও নীল, কখনও কালো! আজ এলে সম্পূর্ণ সবুজ রঙে! এ ভালবাসা দিয়ে আমি কি করব?
ভালবাসা তুমি যদি হাসবেই সেই সেদিন কেন হাসনি যেদিন একজন ভালবেসেছিল হাজার বছর আগে! আজ সব মরে গেছে আজ হাসছ, আজ হেসে কি হবে?
ভালবাসা তুমি যদি আসবেই লাল গোলাপ ফুল এর তোড়া হাতে নিয়ে এসো, লাল গোলাপ এর তোড়ায় অনেক গন্ধ থাকে! আমি সে গন্ধ ভালবাসি, গন্ধ গন্ধময়!
ভালবাসার গল্প অনেকক্ষন ভরে করতে হয়! আজ করলাম সাড়ে এক ঘন্টা; এ এক ঘন্টার গল্প দিয়ে কি হবে? পারলে আরেকদিন ভাল মত করব!
Comments
Post a Comment